এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 26 জানুয়ারী 2021 23:31

অপাঙ্‌ক্তেয় কোথাকার নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                অপাঙ্‌ক্তেয় কোথাকার

মানুষের কষ্টের পরেই এক সময় আসে সুখের ভোর, 
আর আমার জীবনটা যন্ত্রণায় ছটফট করেই.. কবর। 

অপাঙ্‌ক্তেয় কোথাকার... শালা তুই একটা হারামি... 
তোকে আর কি বলি, তোর জন্য কী করি নাই আমি! 
জীবনেও দিতে পারনি এক তোলা শান্তি কিংবা সুখ,
তোর সংসারে কষ্ট করে... নয়নজলে ভাসাই এ বুক। 
তোর সকল ব্যবস্থা করে... যশোরে ডাঁকি নাই আমি? 
মাগার তুই নিকা বসেছিস লুচ্চা, কপাল লুচ্চা স্বামী! 

আরে তুই তো একটা শয়তানের দাদা হারামজাদা...
তোকে করুণা করা যায়, ভালোবাসতে বিবেক বাঁধা। 
তুই তাচ্ছিল্যের পাত্র হবি নাতো,আমার আর কে হবে,
তোকে নিয়া আর কতো... অশান্তি আমার এই ভবে? 
তোক চোর বলা উচিত তুই আমার সব চুরি করেছিস,
আমার ভবিষ্যৎ স্বপ্ন আকাঙ্খা সুখ সবেই নিয়েছিস। 

তোকে ক্ষমা, কখনোই না! তোকে ক্ষমা করা যায় না,
তুই একঘরে, অপাঙ্‌ক্তেয়; কাছে আর আসবি না। 
এইতো ২১বছর পূর্ণ হবে বলতে পারবি কী সুখ দিলি,
মাপতে পারবি কখনও!আমার কাছে কি কী তুই নিলি? 
-------------------------------------------------------
উৎসর্গঃ মাসুমা আমিন ফিরোজা 
২০/০১/২১
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
472 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 15:52
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

1 মন্তব্য