শুক্রবার, 29 জানুয়ারী 2021 21:06

ভালো লাগে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ভালো লাগে
—ময়েজউদ্দীন ভৈরবী

ভালো লাগে দেশের মাটি 
সবুজ শ্যামল মাঠ,
পাহাড়-নদী-ঝর্ণা-ধারা 
গোসল করা ঘাট।

ভালো লাগে আমের মাসে 
কাল বোশেখী ঝড়,
বাবা-মায়ের শাসন মাঝে 
আদর মাখা চড়।

ভালো লাগে পানতা-পেঁয়াজ 
কাঁচা লঙ্কা-নুন,
চাঁদনী রাতে, দাদুর হাতে 
চর্কা কাটার গুন।

ভালো লাগে বাংলা স্যারের 
মৌ-মিশ্রিত বুলি,
পূরাণ দিনের গল্প বলা 
ঠাকু মায়ের ঝুলি।

ভালো লাগে ছুটির দিনে 
গোপাল ভাঁড়ের জোক,
মমতাজ আর মনির খানের 
পল্লীগীতি ফোক।

ভালো লাগে মামার বাড়ি 
বিন্নি ধানের খৈ,
সকাল বেলা চিড়ার সাথে 
সবরী কলা, দই।

ভালো লাগে পানশি নায়ে 
উজান পানে চলা,
মাঝির সনে খোলামেলা 
মনের কথা বলা।

ভালো লাগে দূপুর বেলা 
গড়াগড়ি মাচায়,
কাঁতু-কুতুর দুষ্টুমীতে 
খিলখিলিয়ে হাসায়।

ভালো লাগে সন্ধে হলেই 
মোড়ল বাড়ির উঠান,
কল্প লোকের গল্পে অশ্ব 
যখন-নদে ছুটান।

ভালো লাগে কাজলা দিদির 
শোলক বলার ধুম,
পালিয়ে গিয়ে,কাঁশের বনে 
খেলার সাথীর চুম।

ভালো লাগে কনকনে শীত 
ভালো লাগে গরম,
ভালো লাগে পল্লী বঁধুর 
ঘোমটা টানা শরম।            
            
510 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ময়েজ উদ্দীন ভৈরবী

ময়েজ উদ্দীন ভৈরবী মেহেরপুর জেলার সদর উপজেলার গোভীপুর গ্রামে ১৯৭৭ খ্রীস্টাব্দের ১লা জানুয়ারিতে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আফেল উদ্দীন মোল্লা এবং মাতা কারিমা খাতুন । ১০ ভাই-বোন'র মধ্যে তিনি সকলের ছোট। শৈশবকাল থেকে লেখালিখির হাতেখড়ি। তিনি বর্তমানে শিক্ষকতা পেশায় জড়িত। তাঁর লেখা কবিতা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ম্যাগাজিন, পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর কবিতা এনে দিয়েছে বিভিন্ন সংগঠন থেকে গুণীজন সম্মাননা। তিনি সমাজে অনেক সেবামূলক কাজ করে যাচ্ছেন।কবির চমকপ্রদ কবিতা জয় করে নিয়েছে অসংখ্য পাঠক হৃদয়।

ময়েজ উদ্দীন ভৈরবী এর সর্বশেষ লেখা

3 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক fkFPGiqU শুক্রবার, 28 জুলাই 2023 15:27 লিখেছেন fkFPGiqU

    However, there is still uncertainty about the most accurate, acceptable, and efficient diagnostic approach buy cialis professional The 1 year progression free rate for the 2nd line AI was 80 95 CI 21 97

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন সোমবার, 01 ফেব্রুয়ারী 2021 14:05 লিখেছেন ইদি আমিন

    মহনীয় মনকাড়া কথামালা নিয়ে অপূর্ব একটি কবিতা,,, ভালো লাগলো পড়ে

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন সোমবার, 01 ফেব্রুয়ারী 2021 14:05 লিখেছেন ইদি আমিন

    মহনীয় মনকাড়া কথামালা নিয়ে অপূর্ব একটি কবিতা,,, ভালো লাগলো পড়ে

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.