এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 14 মার্চ 2015 21:22

নিঃসঙ্গতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হেরিনি'কো তোমার 
মায়াভরা ঐ মুখখানি ,
আর হরিণের মতো কি নিদারুণ
মায়াবী ও চোখের চাহনি ।
দূর্ভাগ্য জোটেনি আমার
নিটল মুক্ত ঝরানো ও মুখের হাসি ,
তবুও তোমার প্রেমের নিখুত ফাঁদে
অজানা নেশায় গেলাম আমি ফাঁসি ।
হাসিতেছ তুমি হাসিও না
আমার ছন্দহীন কবিতা শুনে,
তোমার হাসির ঝংকার যে
কম্পন তোলে মোর অন্তরীক্ষ বনে।
জানি না বিধাতা কোন স্বার্থে
কোন বা গোপন ছলে
দুজনের দুটি পথ
কেন দিল আজ মিলে।
এইতো কদিন আগে শুধুই চলেছি একা,
ভাবতে পারে নি কভু
অদৃশ্যে তুমি দিবে দেখা।
তুমি এলে অদৃশ্যে তবে
কেড়ে নিলে আছে যত সখ্যতা,
তোমার প্রেমের পরশে কাটিল সখি
অাছে যত মোর  নিঃসঙ্গতা।
তুমি এক অদৃশ্য মূর্তি
কল্পনায় তোমার বাস
তবুও তোমার প্রমে মত্ত আমি
অদৃশ্যে করেছি প্রেমের চাষ।
739 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 15 মার্চ 2015 11:53
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য