বৃহষ্পতিবার, 04 ফেব্রুয়ারী 2021 22:58

দেয়াল ঘড়ি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                চলছি আমি অষ্টপ্রহর 
নেই ঠিকানা নেই যে বহর, 
শুধু জানি চলতে হবে
কেউ কি আমার সঙ্গি হবে?

হনহনিয়ে সময় চলে,
আমায় শুধু ডেকে বলে---
চলতে হবে আমার রথে
বিরামহীন অজানা পথে।

বুকে আমার তিনটি কাঁটা 
বুকের ভেতর বসত ভিটা, 
চলছে দেখ দিবা নিশি
এমনি করে আমায় পিষি।

কেউ দেখে না আমার ব্যথা
বুকে জমা হাজার কথা,
একটুখানি দাঁড়াই যদি
পথ হারাবে জীবন নদী।

কোন ঠিকানায় চলছি আমি 
শুধু জানে অন্তর্যামী,
অনড় দেহ বেখেয়ালে 
ঝুলছি দেখ ঐ দেয়ালে। 

বুকের ভেতর ঘুরছে কাঁটা
ক্লান্ত আমার বুকের পাটা,

ক্লান্তি আমার কেউ দেখে না
কেউ বলে না ক্লান্ত পথিক
শীতল ছায়ায় একটু দাড়াও
একটুখানি জিড়িয়ে নাও।

বুকের ব্যথা বুকে নিয়ে 
চলছি আমি জনম ভরি,
ঝুলছি আমি ঐ দেয়ালে 
আমি যে এক দেয়াল ঘড়ি। 

.............................................................................            
            
437 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 মার্চ 2021 19:56
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.