শনিবার, 06 ফেব্রুয়ারী 2021 22:17

এইতো সেদিন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এইতো সেদিন

এইতো সেদিন
আকাশটা অনেক  নীল ছিল
মেঘেরা ভেসে বেড়াত অম্বরে
পাখিরা উড়তো ইচ্ছে মতো 
মাঝিরা গাইত ভাটিয়ালী গান
নিত্য চুল শুকাতে নাছদুয়ারে ।

স্রোতোস্বিনী নদী বইতো ক্লান্তিহীন 
দখিনে মনের খুশিতে 
ছঙ্গদিল নিয়ে পরঘরি আজ
ছচিমচি কেশে দেখেছি অপ্সরী
জড়োয়া পোশাকে পড়ন্ত বিকেলে
কোথা সেদিন ভাবি আজ বহুদূর।

এখনো মনে পড়ে সেই চেনামুখ
কাজলমাখা চোখদুটির কনীনিকা
নড়েচড়ে যেন পরীর মতন
মেহেদী পরা মায়াবী হাতদুটি 
আজও ডাকে সারাক্ষণ নিরন্তর 
এখনো তোমার চহট চলে
এ কোমল হৃদয়ে।            
            
447 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 মার্চ 2021 19:59
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক QXUwPIX রবিবার, 30 জুলাই 2023 18:25 লিখেছেন QXUwPIX

    Since 2007, The Ministry of Health in China issued a series of regulations cialis 20mg for sale Mild grade 1 2 skin fissures developed in 3 21 patients 84 c

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.