এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 07 ফেব্রুয়ারী 2021 01:33

দরিয়ার পাড়ের মানুষ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                দরিয়ার পাড়ের মানুষ 

দরিয়ার পাড়ের কবি! তোমায় দেখতে এলাম...
কেমন আছো তুমি? উত্তর নেই... 
জড়িয়ে ধরলে বহুকাল পর, সেই উষ্ণছোঁয়া পেলাম। 

আছি একরকম। তুমি কেমন আছো ফিরোজা? 

তোমাকে ছাড়া কি ভালো থাকা যায়
তুমি ভালো ছিলে এই দরিয়ায়? যে হৃদয়ের রাজা..
তাঁরে বিহনে, সবেই মিছে, কী এক দূরস্বপ্ন...
জীবনটাই মরুভূমি, দূরে থেকে দাও কেন সাজা! 

আমি দেই সাজা, হাসালে তুমি! আমিতো ব্রহ্মচারী...
যার কোনো ঘর নেই, সংসার নেই, ভালোবাসা নেই
সুখ-স্বপ্ন-লোভ নেই,  নেই তো কামনার-আহাজারি। 

দরিয়ার পাড়ের প্রেমিক তোমার শরীরের একি হাল...
খাওয়া-দাওয়া ঠিকঠাক করনি নিজের খেয়াল রাখনি 
তুমি হয়ে গেছো হায়রে কি কঙ্কাল, কী কঙ্কাল! 

আমার কথা বাদ দাও প্রেয়সী, তুমি...
তুমি তো শুকিয়ে গেছো, শরীর একটুকরো কাট,  
ভীষণ যত্নহীন, পরিচর্যাহীন পরিত্যক্ত ধূলোর মাঠ। 

হুম... দরিয়ার পাড়ের কবি এই বুকে তোমারি ছবি,
তুমি বিহীন কি কখনও ভালো থাকা যায়? তুমি ছাড়া...
কবেই অস্ত গেছে আমার পৃথিবীর রাঙা রবি। 

দেখতে এলে নির্বাসিত জীবনে আমি কেমন আছি...
এখানে নেই মিথ্যে ভালোবাসার অভিনয়, নেই করুণা 
নেই অবহেলা, ভালো আছি সখী ভালো আছি। 

ভালো তুমি থাকতে পারো না কবি, তুমি ভালো নেই...
 আমি ভালো নেই, হারিয়ে গেছে জীবনের খেই
এখনো ভালোবাসি দুজন দুজনাকে, আগের সেই। 

আগের সেই মানে... তুমি ফিরে যাও তোমার ঘরে,
অবুঝদের, উদাসীনদের থাকতে নেই কারো অন্তরে 
দরিয়ার পাড়ের মানুষ আমি, দেখো ঐখানে...
ঐখানে তোমার অজান্তে একদিন যাবো হারিয়ে। 

----------------------------------------------------
০১/০২/২০২১
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
403 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 মার্চ 2021 20:07
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য