এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 15 মার্চ 2015 00:53

কিছু মানবের স্বভাব।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কেহ খোঁজে আপন রব,
কেউ বা আবার ধরণীরই সব.
সমাজ প্রকৃত চাওয়া যথাযত পাইনা ।

অসংখ্য জন ,
পাই খোদারই দর্শন.
ধরিলে নবিরই চরণ।
পূর্ণবান হয় সে,
মিঠে যায় তাহার চাওয়ার যন্ত্রণা।

কোন সে রূপকার,
রঙ্গিন করিল মরুরই প্রান্তর.
আসল আশেক হইলে বুঝে,
নইলে দুশমন সে,ঈমাণীর ভেঁসে.
ওসে রাসুল(সাঃ) বুঝিতে পারে না।

বর্তমান জামানার,
মানুষ গড়ার কারীগর.
ভাবনা সদায় তাঁহার।
গড়িতে আপন ঘর,
অন্যের মঙ্গল সে চাই না।
665 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 15 মার্চ 2015 11:53
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

3 মন্তব্য