এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 09 ফেব্রুয়ারী 2021 17:50

একাত্তরের ষোলই ডিসেম্বর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বারবার ঘুরে ফিরে আসে আমাদের মহান বিজয় দিবস, 
সেই একাত্তরের বাংলা মা 
পেয়েছিল স্বাধীন সুখের পরশ।
ত্রিশ লক্ষ ভাই-বোনের রক্তের ও ইজ্জতের
বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা; 
এক সাগর রক্তের সিঁড়ি বেয়ে আমরা পেয়েছি বাংলার স্বাধীনতা।
আমরা ভুলবোনা সেই 
একাত্তরের দিনগুলোর নির্মম নির্যাতনের দিন; 
 সাক্ষী বাংলার মাটি,সাক্ষী আকাশের তারা, 
কিছুতেই ভুলবোনা শহীদের স্মৃতি,
হৃদয়ের গভীরে লিখে রাখবো তাদের নাম আমরা।
সেই আত্মদানের অর্জন ভুলবোনা কোনদিন,
স্মৃতি হয়ে থাকবে তাঁরা আমাদের মাঝে চিরদিন।
থাকবে চির অম্লান আমাদের হৃদয়ে।
রক্ত দিয়ে দিয়ে লিখে রাখবো তাদের নাম 
এ দেশেরই বুকে।
এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলো যাঁরা 
তাঁদের করি মোরা গভীর শ্রদ্ধাঞ্জলি, 
যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা 
এখন বিশ্বের স্বাধীন বাঙালি ।
যতদিন থাকবে পদ্মা, মেঘনা, যমুনা,সুরমা, 
ততদিন মোরা গেয়ে যাবো তাদের গুণগীতি, 
আমার ভাইয়ের রক্তে ভেজা অর্জিত স্মৃতি ।
অন্তর দিয়ে দেশকে ভালোবাসবো,
 এ-দেশের পতাকার মর্যাদার সম্মান নিয়ে লড়বো ।            
            
493 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 29 মার্চ 2021 20:19
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য