এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 11 ফেব্রুয়ারী 2021 11:02

বিদায়ী শীত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বিদায়ী শীত  

কমছে ধীরে শীতের আমেজ উষ্ণ হাওয়ার তোড়ে 
সূর্য মামা দিচ্ছে সাড়া প্রায় প্রতিটা ভোরে
শুভ্র শিশির হারাচ্ছে তার শক্তি সাহস বল
ঋতুরাজের বার্তা পেয়ে বিদায় চোখে জল।

হাড় কাঁপুনি ভয় ঝাঁকুনি কমছে দিনে দিনে
উত্তরি বায় কাল বিনিময় দক্ষিণা বায় কিনে
হচ্ছে নিথর শিশির কণার বুকের কড়া দম
নিচ্ছে বুঝে শীত ঋতু তার সময় খুবই কম।

ফিরছে কুঁড়ি হাসছে দেখো ভাসছে তরু ফুলে
হাঁকছে নদী জল জলধি প্রাণের দাবি তুলে
তৃষায় চাতক বলছে ঘাতক দূর হয়ে যা শীত 
ডাকছে কোকিল সকল মিলে গাইতে জলের গীত। 

মর্মর ধ্বনি দেখছে শনি গিলছে তারে ধীরে
করুণ বাণী বাজতে শুনে ভাসছে আঁখি নীরে
শীত ঋতুতে বইছে ব্যথার মর্ম কঠিন ঝড়
বিদায় কালীন কষ্টে রোদন করছে ভাঙা ধড়।

ক'দিন ছিলো বাহাদুরি ভাবনা শীতের মনে
আসন পেতে যায় কি থাকা ভাবছে বিদায় ক্ষণে
দিনের বদল করছে দখল সময় যখন যার 
রূপের বদল কালের তালে সব সময়ের ভার।            
            
398 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 29 মার্চ 2021 20:20
শেয়ার করুন
আতাউর রহমান নোমান

আতাউর রহমান নোমান ১০ই মার্চ ১৯৮২ ইং সনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল নামক গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল বারী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপার থাকাকালীন মৃত্যুবরণ করেন। মাতা একজন আদর্শ গৃহিণী। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। লেখাপড়া শেষ করে তিনি কুলাউড়া উপজেলাধীন রবির বাজার আলিম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি স্বনামধন্য পাল্লাথল চা বাগানে একাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি ব্যস্তঘন জীবনে অত্যন্ত বিচক্ষণতার সহিত কবিতার পাশাপাশি গান, গজল, ইসলামি সংগীত ও গল্প লিখে থাকেন। ইতোমধ্যে তাঁর লেখা কিছু গান দেশের প্রখ্যাত শিল্পীদের কন্ঠে সুরারোপিত হয়ে ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে শোনা যায়।

আতাউর রহমান নোমান এর সর্বশেষ লেখা