এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 11 ফেব্রুয়ারী 2021 21:36

করোনা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                চলে গেছে প্রাণঘাতী করোনা, 
এটা কেউ ভেবো না।
ওরা আছে সবখানে,
বুঝতে হবে মনে প্রাণে।
অবহেলা করো না,
জালে ধরা পড়ো না।
ওরা আজব জীবাণু, 
দায়া-মায়া নেই কোনো। 
ওরা সব বর্ণচোরা,
না বুঝলে পড়বে মারা।
মাঝে মাঝে রং বদলায়, 
পড়ো না তার কলাকলায়। 
শক্ত কর মন,
জানতে হবে নিয়ম-কানুন। 
বারে বারে হাত ধুও,
পরিস্কার পরিচ্ছন্ন রও।
কর ব্যবহার বার বার,
হ্যান্ডসেনিটাইজার।
যেখানে সেখানে 
থুতু কাশি নাহি ফেল,
বাহির থেকে ঘরে ফিরে 
জামা কাপড় ধুয়ে ফেল।
হাত দিও না নাকে মুখে, 
তাহলে তুমি পড়বে পাঁকে।
বজায় রাখ সামাজিক দূরত্ব, 
মাস্ক পরা কর রপ্ত।
মুখে মুখে সালাম, কেন না?
হ্যান্ডসেক করো না।
মনে রেখো, করোনা এখনো যায়নি
ভ্যাকসিনও শুরু হয়নি।
সুস্থ হয়ে বাঁচতে হবে, 
করোনা রুখতে হবে। 
সবাই হলে সচেতন, 
করোনার হবে পতন। 
আল্লাহকে স্মরণ কর,
বিপদে ধৈর্য ধর।
করো না মিথ্যা অহংকার, 
নাম জপো আল্লার। 
তিনি আমাদের করবেন পার।

..............................            
            
549 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 05 মার্চ 2021 23:09
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

3 মন্তব্য