বৃহষ্পতিবার, 18 ফেব্রুয়ারী 2021 13:46

চোখে জল নেই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                চোখে জল নেই

কাঁদছো তুমি
কিছুই করার নেই কারো
আমি আর কাঁদব না
 নিশ্চুপ,নিথর হয়ে গেছি
পাথরের মতো পড়ে আছি
চোখে কোনো জল নেই।

এ আঁখিতে কত জল ছিল
সমুদ্রের ঊর্মিছন্দার মত উচ্ছ্বাস ছিল
এ ভুবনে সকাল বিকাল ছিল
হাসি কান্না ছিল মোদের সাথী 
গোছানো ভালোবাসায় উড়ে বেড়াতাম
বিশ্বচরাচর এভাবেই চলে।

সেই মেহেদিপরা হাতদুটো 
আজও স্মৃতিতে ভাসে
সেই পড়ন্ত বিকেল যেন খেলা করে
আজও এ ঘুমলী চোখে
ঘুঘু পাখির ক্লান্ত সুরের গান
আর শোনা হবে না কোনোদিন। 

চাঁচর কেশে শেষ দেখা দেখে নিলাম
চিত্রিক মাসের প্রখর রৌদ্রের আলোয়
চারপাশের ভুবন ভরা
হা-হুতাশে কাঁপছে মেদিনী 
চিত্রপটে অঙ্কিত মুর্তির মতো দাঁড়িয়ে তুমি
আমি স্পন্দনহীন মুর্তি যেন।            
            
387 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 মার্চ 2021 20:22
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

এই বিভাগে আরো: « অতল গহ্বরে! বসন্ত আসে »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক Unrella সোমবার, 06 নভেম্বর 2023 22:52 লিখেছেন Unrella

    Preda I, Jodal U, Sixt R, Stokland E, Hansson S 2007 Normal dimercaptosuccinic acid scintigraphy makes voiding cystourethrography unnecessary after urinary tract infection purchasing cialis online Basic chemical peeling superficial and medium depth peels

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.