এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 21 ফেব্রুয়ারী 2021 10:40

বিবর্ণ বসন্ত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বসন্তের হিমেল হাওয়ায় ওড়ে  কিছু 
অভিজাত বাসন্তী রংয়ের শাড়ীর আঁচল। 
পারফিউমের মাতাল করা ঘ্রাণে  
প্রকৃতি  ভারসাম্য হারায়।
ভালোবাসার দ্রোহে মাটি কেঁপে ওঠে।
বেড়ে যায় বৈশ্বিক উষ্ণতা।
মিলনের আকাঙ্ক্ষায় ফোটে সহস্র গোলাপ,
পতঙ্গ বিভোর পরকিয়ায়।

সম্ভাবনাময় সভ্যতার বুকে
 নিত্য কালির আঁচড়ে গড়ে ওঠা 
নগ্ন ইতিহাসের পাতা ভারী হয়।
আগাছার আস্ফালনে গড়ে ওঠে
বিস্তীর্ণ সভ্যতা যেথায়,
নয়নাভিরাম স্বপ্নগুলো স্বপ্নেই করে বাস।
অভুক্ত মানুষের হাহাকার নিয়ে
শুরু হয় প্রতিটি ভোর।

দখিনা বাতাস বয়ে নিয়ে আসে
বাসন্তী উন্মাদনা।
কিছু বিবেকহীন মানুষের মোহাবিষ্ট আচরণ
অবলোকন  করে পাতার ফাঁকে
শিস দিয়ে প্রতিবাদ জানায় দোয়েল।
টনক নড়ে চতুষ্পদ জন্তুরও
কেবল বিবেক নড়ে না জাতির।
তাই বুঝি বাকরুদ্ধ আমার বর্ণমালা!
আর বিবর্ণ বসন্ত!            
            
398 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 মার্চ 2021 20:24
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

4 মন্তব্য