এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 15 মার্চ 2015 12:01

মহা সত্যগীত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                আমি ঈশ্বর হতে আসিনী
চির শ্বাসত কল্যাণের বার্তা বয়ে
প্রণয় সিন্ধু মন্থিত হয়ে উদিত হয়ে
মানব রূপে আসিয়াছি।
অশ্বথ তলে, গৌতম তীর্থে, দেবীর পদতলে
নাহি অন্ন, নাহি জীবে মুক্তির সংহার
আমি সেই সব সত্য কথা বলিয়াছিলাম।
পৃথিবীর সব পুরাতান আদি আস্তানা উপড়াইয়া
ঘুম ঘুম মানবের মাঝে মহাসত্য রবি উঠাইয়া
আমি চির কল্যাণ কর ধ্রুব সংস্কারের রাঘ তুলিয়াছিলাম।
চলমান বিশ্বের পাজর ভাংগা এই সমাজে
হিটলার, ক্লাইভ, চেংঙ্গীশ খাঁর অত্যাচার রুখতে
আমি মানব মুক্তির গান গাহিয়াছিলাম।
যারা শয়তান, ধূর্তামী, ভন্ডামী আর মিথ্যায় হয় আগুয়ান
ভগবান, ভগবান করিয়া বিলাপ সহসা ভাংগে সত্যের দ্বার
আমি সেই সব ধ্বংসের মহামন্ত্রে মাতিয়াছিলাম।
অথচ যারা মহাসত্যে প্রণয়ের গীত্যে গাহিয়া
মহাভয়, মহা মিথ্যা মন্ত্র দলিয়া-চুড়িয়া
সত্যের ঝান্ডা বয়ে বেড়ায় ভয়হীন সর্বদা
পৃথিবীতে তাদের কোন রক্ষা প্রভূ নাই।
আর যারা শয়তান, মিথ্যা মাইন, ভীম রূপে করে বিরাজ
ঈশ্বরের বুকে মারে শত কোটি সেল
তারাই হল চলমান সমাজের মহা ময়ীয়ান
তাদের ভালেই পড়ে চন্দন আর সিঁদুরের সম্মান
2600 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 17 মার্চ 2015 15:19
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

মাধ্যম

আবৃত্তিকার - কামাল আসান বিপুল, কবিতাঃ মহা সত্যগীত

8 মন্তব্য