সোমবার, 08 মার্চ 2021 12:06

সাত'ই মার্চ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সাত'ই মার্চ

স্বাধীনতার ডাক এসেছে
     যুদ্ধে যেতে হবে,
বন্ধু'রা কই ছুটে আসো
      অস্ত্র হাতে সবে। 

  দিকে দিকে যাচ্ছে শোনা 
     জয় বাংলা জয় গান,
ডাকে মোদের জাতির জনক 
      লাগলে দেবো প্রাণ।

সাত'ই মার্চে মাঠ কাঁপিয়ে
    মুজিব গর্জে উঠে,
দিশেহারা বাঙালী তাই 
   সাহস নিচ্ছে লুটে।

বীর প্রসূতি মায়ের ছেলে
    বলছে মা'কে ডেকে,
দাও গো মা বিদায় মোরে
   দু'হাত মাথায় রেখে। 

  দীর্ঘ ন মাস যুদ্ধ হলো
      স্বাধীন হলো দেশ,
স্বাধীন পতাকা দুলতে আজ
      কতো জীবন শেষ।

লাখো প্রাণের বিনিময়ে 
    পেলাম স্বাধীনতা,
বিনম্র শ্রদ্ধায় স্বরণ করি 
    তাদের বিজয় গাঁথা।            
            
460 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 04 এপ্রিল 2021 21:29
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক HtwkOosgC মঙ্গলবার, 08 আগষ্ট 2023 02:19 লিখেছেন HtwkOosgC

    These are not all the possible side effects of Isuprel is tamsulosin like viagra A synthetic tetracycline derivative with similar antimicrobial activity

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.