এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 22 মার্চ 2021 17:47

প্রশান্তির বৃষ্টি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                প্রশান্তির বৃষ্টি 


মাঠে মাঠে পানির অভাব
     শূন্য পুকুর নদী,
পশু পাখি মানুষগুলো
    ধুকছে নিরবধি। 

  খাঁ খাঁ মাঠে জমি ফাটে
       জলের দেখা নাই,
গায়ের মানুষ খোদার কাছে
       একটু পানি চাই। 

জলে-স্থলে সকল প্রাণীর
     জীবন বুঝি যায়,
 চাইছে বৃষ্টি প্রভুর কাছে
    চাতক যেমন চাই। 

গরমের এই চরম হালে
    নামলো যখন বৃষ্টি,
শীতল হাওয়ায় শান্ত হলো
    প্রকৃতির সব সৃষ্টি৷ 

তেষ্টায় ফাঁটা বুকের ছাতি
    শীতল হলো শেষে,
চিন্তায় পড়া চাষীরা সব
    চলল মাঠে হেসে।

কবির কলম উঠছে নেচে
    এরূপ শোভা দেখে,
সাদা খাতায় মনের সুখে
   রাখছে ছবি এঁকে।            
            
499 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 24 মার্চ 2021 00:10
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

2 মন্তব্য