এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 24 মার্চ 2021 16:00

শিশু নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শিশু 

ধরার উপর শিশুরা সব 
    ছোট্ট ফুলের মতো,
যতোই দেখো ওদের দিকে 
     মনটা ভরে ততো। 

পূর্ণিমার ঐ চাঁদের মতো 
      মিষ্টি ওদের হাসি,
ফুলের মতো সুবাস ছড়ায়
    তাই তো ভালোবাসি।

আধো আধো কথার বুলি
      টলোমলো পায়ে, 
হাজার তারার ঝিলিক মুখে
      হাঁটে ডাইনে বাঁয়ে।

খিলখিলিয়ে হাসলে যেন
     মুক্তো ঝরে পরে,
আনন্দেতে মনটা তখন 
   যায় খুশিতে ভরে।

শিশু হলো পিতামাতার 
    দুই নয়নের তারা, 
শিশু বিনে পিতামাতা
    ফনি-মণি হারা।            
            
519 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 04 এপ্রিল 2021 22:58
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

2 মন্তব্য