এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 26 মার্চ 2021 11:20

ভুলে যাই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ভুলে যাই

চঞ্চলা চপলা মেয়ের শাড়ির আঁচল
উড়ে দখিনা বায়
মাঠ-ঘাট প্রান্তর ছাড়িয়ে 
দূর আকাশের নীলিমা পেরিয়ে
ভালো লাগে তায়।

জানালা খুললেই তরসায় দেখি
লাল  সূর্যের মুখ
পূর্ণিমায় ঝিলিমিলি তারায়
খুশিতে এ মন হারায়
ভুলে যাই সকল দুখ।

বাড়ির পাশে বহে কুলুকুলু নদী
মাঝি গান গায় নিরবধি
মনটা চমকে উঠে 
পড়ন্ত বিকেলে নদী তটে
ভালো লাগে ইটি।

চন্দ্রিমা আকাশে হাসে
ভাবনায় হারিয়ে যাই
স্বপ্নের তরীখানা তীরে আসে
কে যেনো পাশে বসে
এমন আদুরে বাংলা কোথা পাই।            
            
402 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 04 এপ্রিল 2021 23:04
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

3 মন্তব্য