এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 08 এপ্রিল 2021 23:45

দলিল করা ভুঁই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                দলিল করা ভুঁই


তুই বেয়াদবি ছাড়বি না, কখনও____
এমন ভাব দেখাস  
দুনিয়ার একমাত্র ভালো মানুষ যেনো! 

তোর চারপাশে তো রতিদেবীর বাস
সুড়সুড়িতে ক্যান করিস হায় হুতাশ, 
আমার মাথা খাসনা; দিব্যি রইলো__
লজ্জা! নিজের চরকায় কর বাতাস। 

শালা, আসলে লজ্জা নাই রে তার,
লজ্জাহীন আমিও কি বলবো আর। 

আমি চুপ করে থাকি তার মানে___
এই না, যে আরাম লাগে খুব আমার!
ভাবিস, যে ভালোলাগে খুব আমার;
আসলে সত্যি তুই বাঁদর জানোয়ার! 

মন মেজাজ সব সময় এক থাকে না,
আমাকে, উল্টাপাল্টা কথা বলাস না। 

আমি কতো কষ্ট করি, কষ্টে থাকি 
তা কি মানতিস কখনো, বুঝবি কি তুই, 
তোর খালি একটাই চাওয়া-পাওয়া 
হারামি আমি কি দলিল করা তোর ভুঁই!

তোর উপর নেই কোন অভিমান___ 
নেই তো কোনো অভিযোগ  
দূর হ দূর হ দরকার নাই আমার জান। 

_________________________________________ 

হ্নীলা, টেকনাফ, কক্সবাজার। 
২২/০২/২০২১
রাতঃ ১.৩৫            
            
357 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:18
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা