শনিবার, 10 এপ্রিল 2021 01:05

বৈদগ্ধে খ্যাতি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বৈদগ্ধে খ্যাতি

ছিল মনের পকেটে লিখেছি সনেটে
সংক্ষেপে কিছু লিখতে পারার কারণে
শূন্য হলো সব, নাই কিছু আর মনে।
তপ্ত কথা যবে হয় আসন্ন গেজেটে
সংগৃহীত হয়ে রবে নতুন ক্যাসেটে।
প্রমত্ত প্রমাদে তত্ত্ব শোধন করণে
নিস্বন নিনাদে স্তব্ধ হবে প্রকরণে।
বৈদগ্ধ স্বভাবে খ্যাতি নতুন বাজেটে।

ভুলি আপনার বুলি কর্তৃত্ব প্রভাবে
বাকরুদ্ধ বশীভূত ন্যাওটা চরিত্রে
গলদশ্রু গলাগলি করা সম্প্রদায়।
প্রতিবাক্য জমা তপ্ত লাভা প্রাদুর্ভাবে
বিরুদ্ধাচরণ ঘটে স্বকীয় বৈচিত্রে।
স্বত্ব অপ্রাপ্তিতে নিগৃহীত অসহায়।
     { পেত্রার্কীয় সনেট }
মিলবিন্যাস : কখখক:কখখক::গঘঙগঘঙ            
            
418 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:19
শেয়ার করুন
মাহমুদ রেজা

বর্তমানে সপরিবারে অভিবাসী মেরু প্রান্তের দেশ সুইডেনে। কারিগরী পেশায় চাকুরিজীবী লেজার নিয়ে। ভিটেবাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। শৈশব কৈশোর গ্রামে পার করে মাঝামাঝি যৌবনে দেশ ছেড়ে হয়েছি প্রবাসী। দেশ যেমন ভুলে থাকা যায় না ঠিক তেমনি হাজার স্মৃতি বিজড়িত শৈশব কৈশোর মনটাকে টেনে নিয়ে যায় দেশের মাটিতে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কারিগরি শিক্ষার জন্য সাহিত্যের চর্চার অভ্যাস কোনদিনই ছিল না। ঘুনাক্ষরেও কখনো চেষ্টা করা হয়নি। প্রবাসের পড়াশোনা, আত্মপ্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন শ্রম সাহিত্য চর্চা থেকে দূরেই রাখতে হয়েছে নিজেকে। আব্বার লেখার অভ্যাস ছিল কিছুটা কিন্তু তা মুকুলেই শেষ হয়েছিল বোধহয়। আব্বার জীবদ্দশায় সুযোগ হয়নি এ নিয়ে আলোচনার। নিজের সুপ্ত সম্ভাবনা আজ দেরিতে হলেও যা সৃষ্টি করতে পারছি, আব্বার অজানা রয়ে গেল। ছন্দের মাধুর্য্যতায় বাংলা কবিতা ঋদ্ব এবং সমৃদ্ধ, শ্রুতিমধুরতায় বিশ্বের সেরা ভাষা। ছন্দময় কবিতা আমার লেখায় প্রতিভাত হয়ে থাকে। প্রকাশিত লেখা "ছড়ার মেলা ; মন মুকুরের ভেলা । প্রকাশের পথে, হৃদয়ের নৈবেদ্য।

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.