এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 10 এপ্রিল 2021 05:35

আমার ধ্বংস ভেজা জলে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আমার ধ্বংস ভেজা জলে 

প্রতাপশালী মানুষ ঢোল বাজাও, মাইক সাজাও
সাদা কাপড়ে ঢাকো বেওয়ারিশ, প্রেমদাস সেজে;
শিমুল ঝরিবে পলাশ পুড়িবে বহু কোকিল ডাকে
কামিনী ওম বদলের প্রেমে মরবে বেশ্যা লাজে।

এক কঙ্কালের শত বছরের ব্যস্ততার পথে বড্ড
ক্লান্ত, অবস ঘুমে নুয়ে পরছেই ভেঙ্গে পড়া দেহ,
তুলকালাম ভালবাসা, সখীরা ফাগুনে রাঙানো
হাওয়ায় উড়ছে পলাশে কাঙালকে খুঁজে না কেহ।
বিকিয়ে যাওয়া প্রেমের ফিরে পাওয়া আকুতির
শেষে, প্রেমিক দুকুর হাড্ডি সার বুকে ধুকধুকে,
প্রাণপাত পরে থাকা দেহ, ক্ষয়ে যাওয়া মুখে দুই 
নয়নে ঝরলো দু'ফোঁটা মুক্তা জল দু'গালে সুখে। 

শুঁটকি-লাশ ভেসে দেও মরা গাঙ্গের হাটু জলে,
বছরের পর বছরে একদিন যাবেই প্রেম গলে। 

দিগম্বরী হয়ে ভেসে উঠো কামিনী ভরা'জোছনায়,
রতিতে গোলাপি উঠান ভরিয়ে নাও ভরাপূর্ণিমায়।
একদিন কামনা শেষে স্নিগ্ধ স্নানে গাঙের জলে,
পবিত্র হবে আমার ধ্বংস ভেজা জলে ছলছলে। 

মুক্তো বিহঙ্গী দিনে প্রেম বিকিয়ে রত্নে ভরাবে বুক,
প্রেমের আধুনিক নৃত্যকলায় পেয়ে যাবে খুব সুখ। 

২৫/০২/২০১৮            
            
396 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:20
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

1 মন্তব্য