শনিবার, 10 এপ্রিল 2021 05:37

পথভ্রষ্ট নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                পথভ্রষ্ট

কেউ কি বুঝে 
অন্যের দুঃখ কষ্ট,
কেউ কি মানে 
কেন হয় পথভ্রষ্ট? 

ভিক্ষুকের 
আকুল আবেদন,
গলে না 
দেবীর দেবী মন! 

লাথি গুড়ি 
ভক্তের কপালে... 
পূজা ভুলে 
কাঙাল অকালে। 

অবুঝের বুকে
অনবরত রক্তক্ষরণ, 
কি আসে যায় 
রাধার, কৃষ্ণের মরণ!

তৃষ্ণা কাতর 
ভঙ্গুরের মুখে জল-
এক ফোঁটা 
না দিয়ে শত ছল। 

হৃদয় বিনা 
লুকিয়ে থাকে উর্বসী,
স্বর্গ সজীব 
অথচ্য কি পঁচা বাসি!

পার্লারের সাজ
বাবা যেন মহারাজ, 
নিজের অর্ন্তবাসে 
এসিড দগ্ধ ভাজ। 

জাত যায়নি 
প্রেয়সীর পবিত্র মন, 
চোখে দেখলে 
রাত কুমারী মতন। 

ছলনাদেবী যেন 
বেহায়া নারী, 
বিশ্বাস বিক্রিতে 
পায় রাজবাড়ী। 

প্রিয়া কি বুঝে 
অভাবীর দুঃখ কষ্ট, 
রমনী কি মানে 
কাঙাল হয় পথভ্রষ্ট? 

...............................................
২৬/০২/২০২১
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
345 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:21
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

4 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক oktYTCdG মঙ্গলবার, 04 জুলাই 2023 20:08 লিখেছেন oktYTCdG

    Vogel VG1, Costantino JP, Wickerham DL, Cronin WM, Cecchini RS, Atkins JN, Bevers TB, Fehrenbacher L, Pajon ER Jr, Wade JL 3rd, Robidoux A, Margolese RG, James J, Lippman SM, Runowicz CD, Ganz PA, Reis SE, McCaskill Stevens W, Ford LG, Jordan VC, Wolmark N; National Surgical Adjuvant Breast and Bowel Project NSABP order propecia online mastercard The modest natriuresis with dapagliflozin in euglycemic subjects is consistent with prior studies in normal subjects

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বৃহষ্পতিবার, 06 মে 2021 20:31 লিখেছেন নাজমুল কবির

    অসাধারণ একটা কবিতা উপহার দেবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বৃহষ্পতিবার, 06 মে 2021 20:31 লিখেছেন নাজমুল কবির

    অসাধারণ একটা কবিতা উপহার দেবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বৃহষ্পতিবার, 06 মে 2021 20:31 লিখেছেন নাজমুল কবির

    অসাধারণ একটা কবিতা উপহার দেবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.