এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 17 এপ্রিল 2021 04:39

ক্রাশ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ক্রাশ 

রোগা ফিনফিনে ছেলেটা পঁচিশ 
উড়ন্ত মেয়েটি বিশ,
মেয়েটির কাজলদিঘী চাহনিতে 
তীব্র মায়া লাগা শিস! 

সদ্য ভূমিষ্ঠ হওয়া কবিতার চরণে 
পঙক্তি মালায় ঘূর্ণি- 
ঝড়ে পড়লো সেই বড় বাঁশ, 
ঝড়ের গতিতে মেয়েটি এসেছিলো 
মুখে কৃষ্ণচূড়ার হাসি 
আহারে... শব্দ-চাষি ক্রাশ! 

পাগলা হইছে 
লিখবে না কবিতা 
ছেলেটা! কোনদিন আর, 
ক্রাশ খাইছে 
উন্নত বুকের ঝাঁকুনি
অমৃত দৃশ্যে ছিঁড়ছে তার।

রোগা ফিনফিনে ছেলেটার মনে
ছিলোনা লালসার বিষ,
উড়ন্ত মেয়েটি দুধে-আলতা রূপে
হরিণীর চাহনিতে শিস!

০৬/০৩/২০২১
উখিয়া, কক্সবাজার।            
            
427 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:34
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য