এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 17 এপ্রিল 2021 04:44

স্মৃতির হাওয়ায় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                স্মৃতির হাওয়ায়


আমি একলা হেঁটে যাই 
খাঁ খাঁ দুপুরে
ভাঙাও না আর উদাস-
তোমার নূপুরে। 
তোমার লাগানো বাগিচা
আমের বনে, 
মুকুলের মৌ মৌ ঘ্রাণে
রঙ ধরে না মনে।

উত্তাল গাঙ্গে নেই পানি
নেই আর ঢেউ,
চন্দ্রমণি তুমি দূর বহুদূর
আমার নেই কেউ।
গাঙ্গের পাড়ে আমবাগান
আজো তোমার ছোঁয়ায়,
ক্লান্ত মনে কাঁদে হৃদয়
তুমি স্মৃতির হাওয়ায়। 

খাঁ খাঁ রোদে যাই বাগানে
তুমি ভাসো এ মনে,
কৈশোরে কতো লুকোচুরি
খেলেছি এই বনে।
বসন্তে আসে আমের মুকুল
স্নিগ্ধ ময় ফুল,
সারাটা ক্ষণ ভেতরে তাড়া
কি ছিলো ভুল!

১০/০৩/২০১৮
খেয়াঘাট, বোয়ালী, গাইবান্ধা #            
            
387 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:35
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য