শনিবার, 17 এপ্রিল 2021 20:22

নিশ্ছিদ্র কামনা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                নিশ্ছিদ্র কামনা 

থাকিয়া থাকিয়া নীরবে কাঁদিয়া
              ডেকে যাই বারে বার
      অসীম সৃষ্টিতে 
      তোমার দৃষ্টিতে 
               বাদ নাই কিছু আর।

মহিমা  কীর্তন  তুমি  চিরন্তন
            প্রার্থনা তোমার জন্য
      আপন বর্তন 
      করেছি কর্তন
           কাঙাল নিতান্ত দৈন্য।

মানস মন্দিরে রাখিয়া তোমারে
              নিবিড় স্তুতি একান্তে
      নিরংশু বেগানা
      অভেদ্য মার্জনা
              জীবনের দ্বার প্রান্তে।

অচর  জীবনে  আদিষ্ট  ভুবনে
              অশিষ্ট আচারে ব্যস্ত
      নৈতিক নৈষ্ঠিক
      নৈগুণ্যে বেঠিক
               পাপে মন্ডিত সমস্ত।

ক্ষমাশীল ক্ষমী প্রিয় অন্তর্যামী
                 ক্ষমার্হ তব দুয়ারে
      নিষ্কৃতি প্রার্থনা 
      নিশ্ছিদ্র কামনা
              নিস্তার চাহি বিচারে।            
            
421 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 18 এপ্রিল 2021 14:33
শেয়ার করুন
মাহমুদ রেজা

বর্তমানে সপরিবারে অভিবাসী মেরু প্রান্তের দেশ সুইডেনে। কারিগরী পেশায় চাকুরিজীবী লেজার নিয়ে। ভিটেবাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। শৈশব কৈশোর গ্রামে পার করে মাঝামাঝি যৌবনে দেশ ছেড়ে হয়েছি প্রবাসী। দেশ যেমন ভুলে থাকা যায় না ঠিক তেমনি হাজার স্মৃতি বিজড়িত শৈশব কৈশোর মনটাকে টেনে নিয়ে যায় দেশের মাটিতে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কারিগরি শিক্ষার জন্য সাহিত্যের চর্চার অভ্যাস কোনদিনই ছিল না। ঘুনাক্ষরেও কখনো চেষ্টা করা হয়নি। প্রবাসের পড়াশোনা, আত্মপ্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন শ্রম সাহিত্য চর্চা থেকে দূরেই রাখতে হয়েছে নিজেকে। আব্বার লেখার অভ্যাস ছিল কিছুটা কিন্তু তা মুকুলেই শেষ হয়েছিল বোধহয়। আব্বার জীবদ্দশায় সুযোগ হয়নি এ নিয়ে আলোচনার। নিজের সুপ্ত সম্ভাবনা আজ দেরিতে হলেও যা সৃষ্টি করতে পারছি, আব্বার অজানা রয়ে গেল। ছন্দের মাধুর্য্যতায় বাংলা কবিতা ঋদ্ব এবং সমৃদ্ধ, শ্রুতিমধুরতায় বিশ্বের সেরা ভাষা। ছন্দময় কবিতা আমার লেখায় প্রতিভাত হয়ে থাকে। প্রকাশিত লেখা "ছড়ার মেলা ; মন মুকুরের ভেলা । প্রকাশের পথে, হৃদয়ের নৈবেদ্য।

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.