এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 22 এপ্রিল 2021 15:37

রমজান এলো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                রমজান এলো

রমজান এলো রহমত নিয়ে
রমজান এলো মাগফিরাত দিতে
রমজান এলো নাজাত দিতে
রমজান এলো শান্তি নিয়ে
ওহে মানুষ, রমজান ধর।

পাপী কাঁপে করে থরথর
জাহান্নামে ভেবে পায় ডর
বেহেশতের সুবাতাস বহে ধীরে
দুনিয়ার বান্দারা অশ্রুবর্ষণে
ওহে মানুষ নামাজ ধর।

নিরুপম রোজার মাস
মসজিদে বসে করো উপবাস
আল্লাহর ধ্যানে চলুক শ্বাসপ্রশ্বাস
নিরুদ্বেগে হোক নীড়ে বাস
ওহে মানুষ, সোজাপথ ধর।

নির্বর্ষ এবার এধরনী
নির্দয় আজ মানবপ্রানি
চারদিকে চলে হানাহানি 
ব্যর্থ হলো জিন্দেগানী
ওহে মানুষ, মানুষ ধর।            
            
394 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:43
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা