শুক্রবার, 23 এপ্রিল 2021 12:34

সুস্থ হবে পৃথিবী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সুস্থ হবে পৃথিবী

শরীরের প্রতিটি শিরা,উপশিরায়,
প্রতিটা মাংসপিন্ডে তোমার, 
মহারোগ ধরেছে পৃথিবী। 
সুস্থ হওয়ার নেই কোনও লক্ষণ,
এক অংশে সুস্থতার রেশ দেখা দিলে
অন্য অংশে অসুস্থতার ভরাডুবি।।

এভাবে আর কতো দিন চলবে বলো?
একটু নির্মল বায়ুর জন্য ক্ষত বিক্ষত 
ফুসফুসের ট্রাকিয়া,অ্যালভিউলাই গুলো
ডুকরে ডুকরে কাঁদছে প্রতিনিয়ত।
এক ফোঁটা বিশুদ্ধ রক্তের জন্য 
হৃদপিন্ডের অলিন্দ,নিলয় গুলো
রক্ত কষিকার সাথে যুদ্ধ করছে অনবরত।।

শরীরের সব এন্টিবডি গুলো 
তোমাকে সুস্থ করার জন্য যুদ্ধ করছে 
ইনফ্ল্যামমেটরি মেডিয়েটরের সাথে।
আর আমরা যে যেখানে আছি
বদ্ধ ঘরের কোণায় বসে সবাই
প্রভুর কাছে দোয়া করছি দুটি হাতে।।

এইতো আর মাত্র কয়েকটা দিন বাকি 
তুমি আবার সুস্থ হয়ে উঠবে পৃথিবী 
এই ক্রান্তিকাল থাকবে না বেশিদিন।
আমরাও অপেক্ষায়া আছি,তোমার মুখ চেয়ে
সুস্থ হয়ে ফিরলেই আবার একসাথে কাটাবো
হাসি আর খুশিতে ভরা মুখরিত দিন।।            
            
468 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:46
শেয়ার করুন
মাহমুদুল হাসান সোহাগ

মাহমুদুল হাসান সোহাগ ।তিনি ৪ই মে ১৯৮৮ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরপুখরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা মায়ের অতি আদরের সন্তান মাহমুদুল হাসান সোহাগের গ্রামের পাঠশালাতেই শিক্ষা জীবনের হাতেখড়ি হয়।এরপর তিনি আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করতেন।যার সুবাদে তিনি এখনও কর্মজীবনের অবসরে লেখালেখি চালিয়ে যাচ্ছন।তাঁহার লেখা অনেক কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.