এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 28 এপ্রিল 2021 13:52

দয়ার দান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                প্রিয় প্রভু,তুমি অনন্ত অসীম অপার 
এ বিশ্ব চরাচরে।
তুমি দিয়েছ উজাড় করে
প্রেমময় অঞ্জলি ভরে,
আশা ভালোবাসার অদৃশ্য ছোঁয়া
সব অভিযোগ পূর্ণ করে পাওয়া
অনাকাঙ্খিত প্রয়োজন অপ্রয়োজনে। 
সর্বদা সর্বস্তরে সকলেরে,
সকল অনুভবে অকাতরে 
শুন্য হৃদয় তরে!
গ্রহণ করেছি শুধু, সবটুকু পূর্ণ করে,
দেইনি তোমায় কিছুই
ক্ষমীও প্রভু! ক্ষমা কর মোরে।            
            
412 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:50
শেয়ার করুন
মাহমুদ রেজা

বর্তমানে সপরিবারে অভিবাসী মেরু প্রান্তের দেশ সুইডেনে। কারিগরী পেশায় চাকুরিজীবী লেজার নিয়ে। ভিটেবাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। শৈশব কৈশোর গ্রামে পার করে মাঝামাঝি যৌবনে দেশ ছেড়ে হয়েছি প্রবাসী। দেশ যেমন ভুলে থাকা যায় না ঠিক তেমনি হাজার স্মৃতি বিজড়িত শৈশব কৈশোর মনটাকে টেনে নিয়ে যায় দেশের মাটিতে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কারিগরি শিক্ষার জন্য সাহিত্যের চর্চার অভ্যাস কোনদিনই ছিল না। ঘুনাক্ষরেও কখনো চেষ্টা করা হয়নি। প্রবাসের পড়াশোনা, আত্মপ্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন শ্রম সাহিত্য চর্চা থেকে দূরেই রাখতে হয়েছে নিজেকে। আব্বার লেখার অভ্যাস ছিল কিছুটা কিন্তু তা মুকুলেই শেষ হয়েছিল বোধহয়। আব্বার জীবদ্দশায় সুযোগ হয়নি এ নিয়ে আলোচনার। নিজের সুপ্ত সম্ভাবনা আজ দেরিতে হলেও যা সৃষ্টি করতে পারছি, আব্বার অজানা রয়ে গেল। ছন্দের মাধুর্য্যতায় বাংলা কবিতা ঋদ্ব এবং সমৃদ্ধ, শ্রুতিমধুরতায় বিশ্বের সেরা ভাষা। ছন্দময় কবিতা আমার লেখায় প্রতিভাত হয়ে থাকে। প্রকাশিত লেখা "ছড়ার মেলা ; মন মুকুরের ভেলা । প্রকাশের পথে, হৃদয়ের নৈবেদ্য।

মাহমুদ রেজা এর সর্বশেষ লেখা

1 মন্তব্য