এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 02 মে 2021 17:01

শান্তির দেশে কিছুক্ষণ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                শান্তির দেশে কিছুক্ষণ 

সে রাতে দখিনা জানালা খোলা ছিল
ক্লান্তিভরা দেহখানা বিছানায় এলিয়ে দিলাম
আয়তাল কুরছি পড়তে পড়তে
কখন যে ঘুমিয়ে গেলাম তা জানি না
স্বপ্নে একখানা পাল তোলা সোনার তরীতে
কুলকুল বয়ে চলা নদী পারি দিলাম।

এখানে এত শান্তি কেনো
এত স্বস্তি কেনো
নানারকম মায়াময় ফুলের সুগন্ধ
ভেসে আসছে সজাগ নাসারন্দ্রে
এসব এলো কোত্থেকে
আমি এখানে এলাম কীভাবে?

হঠাৎ চোখ মেলে দেখলাম
চারপাশে মৃদুমন্দ বায়ু বইছে
আয়তসুলোচনা হুরেরা ঘিরে আছে 
চতুর্দিকে বান্ধবীর মত
তারা সর্বক্ষণ সেবায় ব্যস্ত
পেটে একদম কোনো ক্ষুধা নেই।

সবশেষে বুঝতে পারলাম 
এ এক চিরশান্তির দেশ
এখানে কোনো বিশৃঙ্খলা নেই
আল্লাহপাক নিজে শান্তি সৃষ্টি করেছেন
এখানে কেউ অশান্তি সৃষ্টি করতে পারবে না
মুয়াজ্জিনের আজানের সুরে ঘুম ভেঙে গেল।

দুনিয়াতে ফজরের আযান হয়েছে
সবাই একসৃষ্টিকর্তার প্রশংসায় নিমগ্ন
নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুললাম
হে রহমানের রাহিম
এতক্ষণ স্বপ্নে যেখানে ছিলাম
সেই চিরশান্তির জায়গা যেন পরপারে পাই।            
            
460 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:51
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা