এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 07 মে 2021 14:53

আশেপাশে কেউ নেই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আশেপাশে কেউ নেই

চারদিকে ছড়ানো ছিটানো শুধুই লাশ
সবাই পড়ে আছে নিস্তব্দ নিঝুম 
একেবারে কোনো সাড়াশব্দ নেই
ওদের  মুখের ভাষা হারিয়ে গেছে
পলকহীন নয়নযুগল
ভুলে গেছে যতসব স্মৃতি। 

ভালোবসার মানুষগুলো আজ কোথায়
মমতাময়ী মা  নেই কাছে 
হাহুতাশে কাঁদে মায়াময় পৃথিবী 
কোথা সে প্রেমিকা 
যে নদীতটে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলতো
তোমাকে ছাড়া আমি বাঁচবো না।

তপ্তদুপুরে মায়াহীন সূর্যের তাপদহে
পুড়ে যায় গর্ভধারিণী মেদিনী 
গোলাপ ফুলগুলি শুকিয়ে গেছে
আপাত পাঁপড়িগুলো বিবর্ণ
কাকের কা কা রব শুনে
কাঁপে শত পাষাণ হৃদয়। 

এমন করোনা মহামারীর কালে
কেউ আসে না কাছে
পাছে যেতে হয় লাশের সারিতে
ছাড়তে  হয় যদি এ মায়াবী ভুবন
আথিবিথি সবাই আশ্রয় খোঁজে
কোথা পাবে প্রেয়সীর মায়াবী আঁচল?

কুকুরের ঘেউ ঘেউ চিৎকার
ক্ষুধার্ত শকুনিরা কাছে আসে
সারাশব্দহীন প্রন্তরে কেউ নেই
গুমোট হাওয়ায় গাছেরা নিশ্চুপ 
ধীরে ধীরে সন্ধ্যা নামে পৃথিবীতে 
আঁধার রাত এসে দাঁড়ায় সামনে।            
            
394 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 11 জুন 2021 12:42
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

1 মন্তব্য