রবিবার, 09 মে 2021 11:15

সফল সংবিধান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সফল সংবিধান

রমজান মাসে নাযিল হলো 
      কোরআনের বাণী-
মুসলিম যারা সবাই তারা
      সব সময় মানি।

জীবন বিধান উল্লেখ আছে 
      নামাজ রোজা হজ্ব-
যাকাত ফেতরা আদায় করো
      প্রতি ওয়াক্ত রোজ। 

ইসলামের সব বিধান আমরা 
      পালন করবো ভাই-
কোরআন মেনে না চলিলে
      কোনো গতি নাই। 

সকল সময় কোরআন মঞ্জিল 
      সফল সংবিধান- 
এ তথ্যটি সবাই মানি 
      পবিত্র কোরআন। 

সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম
      কোরআন খুঁজে পাই-
মানুষ হলো সৃষ্টির সেরা 
      তার উপরে নাই। 

মানব জাতির গোড়াপত্তন 
      আদম ইব পাই- 
এই পৃথিবীর সকল মানুষ 
      সবাই ভাই ভাই।

শাদা কালো যাহা বলো
      এক মায়ের সন্তান 
বিভেদ শুধু আমরা করি 
      এটা তার প্রমাণ।            
            
392 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক WfGYDCR রবিবার, 16 জুলাই 2023 02:12 লিখেছেন WfGYDCR

    The carotid artery and jugular vein were cannulated PE 20, Harvard Apparatus to facilitate the monitoring of arterial blood pressure and infusion of fluids priligy review members Vasopressin receptor antagonists such as conivaptan IV or tolvaptan oral are also available and approved for severe persistent SIADH

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.