শুক্রবার, 14 মে 2021 16:42

শুধু বলে যাও নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                শুধু বলে যাও

তুমি যদি না বলো মানুষ,
তবুও মানুষ আমি পঞ্চয়েন্দ্রিয় বিশিষ্ট,
খাই দাই-কর্মস্থলে যাই
অন্য সকল মানুষের মতো।
তুমি যদি না ভাবো বন্ধু,
তাতে কি সপ্তসিন্ধু শুকিয়ে যাবে 
তোমার অ-ভাবে!
বন্ধুত্বের মর্যাদা রাখতে পারলে ঠিক,
ধারনারও অধিক জুটবে বান্ধব 
জীবন চলার পথে;
তোমার সংসর্গ ছাড়াও বয়ে যাবে
জীবননদী নিরবধি অস্তাচল অভিমুখে।
না যদি ভাবো কবি,
কি আর আসে যাবে তাতে!
দেশ মাটি মানুষ-আকাশ বাতাস-
পুরুষ ও প্রকৃতি-ফুল পাখি-প্রেম পিরীতি,
সবকিছু নিয়েই দিনে ও রাতে,
সকল প্রকার ঘাত প্রতিঘাতে,
কবিতা লিখি আমি-ছন্দ অনুপ্রাসে।
তোমার থেকেও মুগ্ধ বিনত
অগণিত ভক্ত পাঠক ধন্য হয় 
সে সব কবিতা পাঠে।
যদি না বাসো ভালো,
না ছড়াও আলো আলেয়ার মতো
বয়েই গেলো তাতে!
কতো শত সুন্দরী সতী,
উন্মুক্ত অন্তরে এ হাতে রাখতে হাত,
সদা সর্বদাই ব্যতিব্যস্ত
অপেক্ষারত চৈত্রের চাতকের মতো।
অদূরে থেকেও অধরা তুমি,
অধরাই থেকে যাও,
বিন্দুমাত্রও দুঃখ নেই তাতে,
শুধুমাত্র বলে যাও-
কেন করেছিলে এতো ভালবাসার ছল
অতল অক্ষম-অধম এ কবির সাথে।            
            
506 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

এই বিভাগে আরো: « দোষে গুণে ধূলোখেলা »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক veibrax মঙ্গলবার, 10 সেপ্টেম্বর 2024 01:25 লিখেছেন veibrax

    This molecule may easily circulate throughout the circulation, collecting extra hormones such as testosterone as it goes generic priligy online Don t breastfeed while you are taking amlodipine and benazepril hydrochloride capsules

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.