মন কেন নাচে লাল সাদা নীল, স্বপ্নের ঝিলমিল; সহস্র স্বপ্নের তরঙ্গ জাগে জীবন নদীতে। কিছু স্বপ্ন অকালে হারায়, বর্ণ হারিয়ে কিছু কিছু ধুঁকে ধুঁকে বয়ে যায়। জীবন নদীর গতি যেহেতু মৃত্যুমুখি, সুবর্ণ কিছু স্বপ্ন তাই, বেলাশেষে অবশেষে- জীবনের সাথে সাথে মৃত্যু সমুদ্রের স্রোতে অনিচ্ছায় হারায়। স্বপ্ন তরঙ্গের সাথে, মন কেন নাচে হায়! বৃথা আশায়।
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ কবিতা
প্রকাশ চন্দ্র
প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।
প্রকাশ চন্দ্র এর সর্বশেষ লেখা
1 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 03 জুলাই 2023 05:31 লিখেছেন LIpFQNQTu
This high dose regimen was associated with a severe hyperosmolar state and the development of an osmolar gap, the latter most likely indicating accumulation of mannitol within the plasma finasteride walmart
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.