এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 20 মে 2021 23:40

স্বপ্নের পৃথিবী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                স্বপ্নের পৃথিবী 

ক্ষুধার্থ মানুষগুলো যেন আজকাল
ক্ষুধা বোঝে না
পেট তার পিঠের সাথে মিশে থাকে
চোখ দু'টিতে এক অব্যক্ত কষ্ট 
এলোমেলো  ঘুরাফেরা করে
অশ্রুভেজা চোখে টলমল পানি
নিজের অজান্তে গড়িয়ে পড়ে মাটিতে।

দখিনা বাতাস গাছের পাতা
দোল খায় ভরদুপুরে 
ঝিরিঝিরি বাতাসে শীতলের পরশ পায়
নিস্তেজ ঘর্মাক্ত শরীর
চড়ুইপাখি ঘুরে বেড়ায় চারপাশে 
ধনীরা এসিতে শুয়ে সুখ খায় বিছানায় 
অতিভোজনে অনেক কষ্টে সময় কাটে।

রাস্তার পাশে দালানগুলো বাড়তে থাকে
স্বপ্নের মত রাতের আঁধারে
সবার চোখের সামনে দৈত্যের মত
ভিখারির হাত উঁচুতে উঠেনা
চোখদুটো বুলেটের মত বের হতে চায়
দুখের আগুনে পোড়া শরীর দেখতে
ঠিক যেন পোড়া কয়লা জগতসংসারে।

মানুষে মানুষে চরম ভেদাভেদ
তবুও মুখে বলে সবাই সমান
সমাজে মানুষরূপী মানুষগুলো 
হেঁটে বেড়ায় স্বার্থের খোঁজে
পশুরা ঘাস খায় মাঠে ভরদুপুরে
গড়ে তোলে যে দেহখা না অতি কষ্টে
মানুষ তাদের করে ভক্ষন খুশি ভরে।            
            
513 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 11 জুন 2021 12:54
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

2 মন্তব্য