রবিবার, 06 জুন 2021 21:10

কথা বলি মেপে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কথা বলি মেপে

রক্তের নদী পাড়ি দিয়ে 
       পেলাম স্বাধীনতা, 
হিম্মত নিয়ে গর্জে উঠি 
       রেখে যাই বারতা, 
মায়ের বুকে অঝোর কান্না  
       নির্বাক স্বাধীনতা। 

আকাশ হতে মৈত্রীর কুলুপ 
       হামেশাই গান বাজে, 
কট্টরপন্থী নেতার মুখে 
       রণভেরি সাজে। 
তাথৈ তাথৈ ডঙ্কার আওয়াজ 
       সবাই ভীষণ কাজে,
রক্তিম আভায় খুঁজে বেড়াই 
       অন্ধকার সমাজে। 

লিখতে গেলে অবশ কলম 
       টুটি ধরে চেপে, 
লিকার পানে বেঁচে আছি 
       কথা বলি মেপে।

|\__π[]π__π[]π__π[]π__/|            
            
467 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 11 জুন 2021 13:08
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক exellamug শুক্রবার, 15 ডিসেম্বর 2023 00:34 লিখেছেন exellamug

    The Czechs will be offering a high standard of living for a long time to the Russians for a relatively small price, so this is the place chosen by the middle class, which cannot afford to live at the same level in London, New York or Berlin buy cialis Your healthcare provider can help you determine how long you should continue IsoRel

  • মন্তব্যের লিঙ্ক ngJxUHSyg বুধবার, 12 জুলাই 2023 19:00 লিখেছেন ngJxUHSyg

    The next morning, 31 and erectile dysfunction the 31 and erectile dysfunction Penis Bloodflow Expand wind and cold intensified, and the I can feel the cold wind blowing outside through the doors and windows buy cialis generic online cheap 2019; 29 1410 21 e4

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.