এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 16 মার্চ 2015 02:20

স্বদেশ ভূমি

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বসুমতি তুমি কত সুন্দর
বলো তুমি বলো কি দিয়ে করি তোমার কদর?
বারে বারে আসি ফিরে দেখতে তোমার ঐ রূপ,
তোমাকে দেখে মিটিয়ে নেই তৃষ্ণা
দূর দেশে লেগেছিলো যে খুব।

ঘুরে ফিরে চলি সারা বেলা
এপথ থেকে ওপথে চলি
কেটে যায় দিন, আসে নাকো ক্লান্তি  
তবুও হাঁটতে চায় কিছু বেলা,
মিটে না মনের তৃষ্ণা
মনের সাথে একা একা বসে করি খেলা।

কখনো দেখিনি দূর দেশে বসে
রাতের আকাশে তুমি কত সুন্দর ,
তোমার বুকে জ্বলে মিটিমিটি আলো
আঁধারে দিয়ে যাও প্রহর ।
জোঁনাকি পোকার নিভু নিভু আলো
নিয়ে যায় সঙ্গী করে ,
 এ পথ ভুলে চলে যাই অন্য পথ ধরে ।

চারদিকে শন শন শব্দ ডেকে যায় ভয়ের ঘোর,
হৃদয় কাঁপে থর থর করে,
নিয়ে যাবে বুঝি এই বার।
দাদা-দাদি কাছে শুনেছি
হায়েনারা থাকে শিকারের খোঁজে,
বসে থাকে পেতে ফাঁদ।   

যখনি ফিরে আসি
নিজের ঘরে ভুলে যাই সব ভয়,
সবার মাঝে সাহসী আমি
হতে চাই নির্বাক।
এভাবে কেটে যায় রাতের প্রহর,
আসে ফিরে দিনের আলো,
আমের পাতা মুখে নিয়ে
চলে যাই মাজতে মাজতে দাঁত,
সেই নদীর পাড়ে,
শৈশবে কেটেছে কত সময়।

খেলেছি কত খেলা,
সাঁতার কেটে চলে যেতাম
নদীর এপাড় থেকে ওপাড়।
যমুনার লোনা মিশে আছে গাঁয়ে
যাবেনা ধুইলে যত জনম ঢালি চন্দনের জল।

এমন স্বদেশ ভূমি কি করে ফেলে আসি,
সেই তো ছিলো আমার মুক্ত চিন্তার সম্বল।
এসেছি চলে তাই মাতৃভূমির টানে ভাই,
হৃদয়ের তৃষ্ণা মেটাবো এবার
ঘুরে ফিরে চলে আগের মতন,
বাঁধা দেয়ার কেউ নাই
আমি যে এ গাঁয়ের ছেলে, 
এ গাঁয়ে আমার ঠাঁই ।
932 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 মার্চ 2015 22:42
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

6 মন্তব্য