এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 14 জুন 2021 11:23

তুমি মানে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                তুমি মানে একটি সকাল
স্বপ্নবোনা,
তুৃমি মানে রং ছড়ানো
আলপনা। 
তুমি মানে রাত জাগানো
গল্পকথা,
তুমি মানে সুপ্তপ্রাণের
দুঃখ-ব্যথা।
তুমি মানে অন্ধ মনের সোনালি  দিন,
তুমি মানে এক জীবনের না দেয়া
ঋণ।
তুমি মানে সকাল সাঁঝের মিষ্টি 
হাওয়া,
তুমি মানে কাছে পাওয়ার তীব্র 
 চাওয়া।
তুমি মানে চন্দ্র টাকে পাশে
টানা,
তুমি মানে সত্যিটাকে মিথ্যে
 জানা।
তুমি মানে হাতের মধ্যে হাতের 
ছোঁয়া,
তুমি মানে পাখির ডানায় আকাশ
পাওয়া।            
            
703 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 05 জুলাই 2021 01:33
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

1 মন্তব্য