এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 16 জুন 2021 22:22

বর্ষা নামে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বর্ষা নামে

তোমার গোমড়া মুখ দেখলেই বুঝি
সহসা আষাঢ়ের বর্ষা নামে
সাদা বক উড়ে যায় আকাশে
পড়শির মায়াবী মুখটায় উঁকিঝুঁকি 
ঝুমবৃষ্টির উল্লাস তুলোর মতোন
ভেসে বেড়ায় শীতল বাতাসে।

দিনের বেলা অনেক খুঁজাখুঁজিতে
হেঁটে বেড়াই শহরের অলিগলি
পাশের বাড়িঘরগুলো  ঘুমে কাতর 
জানালায় কে যেন দাঁড়িয়ে প্রতীক্ষায় 
শালিক কাকাতুয়া বসে গাছে গাছে
রিমঝিম বৃষ্টি গান গায় সারাদিন।

সকালে কদম ফুলের প্রথম হাসিটা
চোখে ভাসে সারাক্ষণ 
সূর্যের কোনো দেখা নেই সারাদিন
খিচুরি রান্নার ধুম পড়ে পাড়ায় পাড়ায়
ঘোমটার ফাঁকে গিন্নির মুচকি হাসি
আচমকা কেড়ে নেয় মায়াময় দৃষ্টি। 

এভাবেই সন্ধ্যা নামে ধরণিতে
ঝিঁঝিঁপোকার চিৎকারে রাত হাসে
ঘুটঘুটে অন্ধকার ঘিরে ফেলে পৃথিবী 
ছোট্ট শিশুটি বর্ষার ছবি আঁকে
প্রকৃতিতে গুমোট গুমোট ভাব
পাগল ঘুরে বেড়ায় আনন্দে রাস্তায়।


বর্ষার রাত যেন শুনশান নীরবতা
থেকে থেকে মেঘের কানফাটা গর্জন
শিশুরা ভয়ে লুকায় মায়ের আঁচলে
খেটে খাওয়া মানুষেরা ঘুম যায়
নিরিবিলি সাধের বিছানায়
ধনীদের দু'চোখে  স্বপ্ন ঘুরে বেড়ায়।            
            
447 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 05 জুলাই 2021 01:40
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা