এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 18 জুন 2021 21:36

একটি প্রেমের কবিতা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                একটি প্রেমের কবিতা লিখব বলে 
উদগ্রীব হয়ে বসি,
ভাবনার অবারিত পাখনা মেলে
তেত্রিশ বসন্তকে পিছনে ফেলে
কল্পনায় বাসর সাজাই।
ক্ষণিকের তরে ভুলে যাই সব
আমার বর্তমান,অতীত, ভবিষ্যৎ 
তবু--
লিখতে পারি না।

ভালোবেসে আমি ভুলে গেছি ভালোবাসা 
আবেগের জগতে শুধুই একলা বাস,
এক পৃথিবী ছলনার নির্যাসে নির্ভর করে 
আমি--
লিখতে পারি না।

দুজনের ভাবনাগুলোর বিপরীত বাস
সেতু ভাঙে প্রাণচাঞ্চল্যের।
 কখনো হয়তো চেতনা মেলে
দাম্পত্য অভ্যাস,
প্রচ্ছন্ন বাসনায় ভালোবাসার উষ্ণতা খোঁজে, 
একাকিত্বের প্রাচীর ভেঙে তবু 
আমি--
লিখতে পারি না

 একটি প্রেমের কবিতা।            
            
517 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 05 জুলাই 2021 01:41
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

6 মন্তব্য