বৃহষ্পতিবার, 24 জুন 2021 21:30

মুসলিম বাঁচাও নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মুসলিম বাঁচাও 

বিষের বাঁশি দোলন চাঁপা 
     কেউ বাজায় না বাঁশি, 
নেই নজরুল যে ফোটাবে হুল 
     কালজয়ী বিনাশী। 

আর বাজে না বিষের বাঁশি 
     দোলন চাঁপার গানে, 
বিদ্রোহী রাগ আর আসে না 
     ভৈরবী সুর প্রাণে। 

জীবন নদীর নতুন বাঁকে 
     নিত্য লাশের সারি, 
মুসলিম নিধন ধ্বংস যজ্ঞ 
     বিপদ ভীষণ ভারি।

নেই সুকান্ত বড্ড ক্লান্ত 
     নেই ঝলসানো রুটি, 
রূপক ছন্দে আঁচড় দিয়ে 
     ধরে না কেউ টুটি। 

উড়াও ঝাণ্ডা মারো ডাণ্ডা 
     সেই ইহুদির বুকে, 
বিমান কামান ধ্বংস করো 
     মুসলমানের দুখে। 

অত্যাচারী জালিম জুলুম 
     রুখে দাঁড়াও আগে, 
বেদ্বীন যদি একটা মরে 
     কেনো তাদের লাগে।

সত্যিকারের মুসলিম যাঁরা 
     সবাই হও গো তৈরি, 
ঈশান কোণে উঠছে তুফান 
     বইছে বাতাস বৈরী। 

লৌহকপাট ভেঙে ফেলো 
     আছেন যাঁরা বন্দি, 
আর কোনো নয় সমঝোতা 
     বুঝে গেছি ফন্দি। 

আকাশ ভাঙা বান ডেকেছে 
     মুসলিম নিধন আর না,
মিসাইল বোমা নিক্ষেপ করো
     ধরবো না কো ধার না।

নিজে বাঁচো মুসলিম বাঁচাও 
     বহির্বিশ্বের জন্য, 
আর কতকাল সইবে আঘাত 
     হতে পারো বন্য।            
            
357 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 05 জুলাই 2021 01:43
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক MOcNNpLKy শনিবার, 01 জুলাই 2023 06:32 লিখেছেন MOcNNpLKy

    If you are taking cholestyramine, your healthcare provider may need to monitor you more closely if you have certain medical conditions that could be aggravated by taking the medication cialis generic

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.