মঙ্গলবার, 29 জুন 2021 19:23

প্রেমের রেকর্ড নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                প্রেমের রেকর্ড 

অবোধ খোকা প্রবোধ খোঁজে 
    ভালোবাসা করতে হয়! 
ভালোবেসে বীরের বেশে  
    সাগর নদী করবে জয়। 

ভালোবাসার পাঠশালাতে 
    আট ক্যালাসে ভর্তি হয়, 
অন্ধকারে পড়া শেষে  
    থার্ড ক্যালাসে সনদ লয়।

ভালোবেসে রেকর্ড গড়ে 
    শুনবে তারা মলয় গান,
পাহাড় পর্বত পাড়ি দিয়ে 
    মধুর লয়ে তুলবে তান। 

ভালোবেসে প্রেমিক বেশে 
    ঘুরতে যাবে নদী বিল, 
বুকে উঠে পাড়ি দেবে 
    জলে মিশবে মধুর মিল।

অবশেষে ভালোবেসে 
    স্বপ্নে আঁকে নতুন দিন, 
চড়কগাছে পরখ করে 
    সকল স্বপ্ন হোক রঙিন। 
     
ছোট্ট খোকা খেলো ধোঁকা  
    ইচ্ছে মতো করছে ক্ষয়, 
রাত পোহালে বোকা ছেলে 
    বাবার পাশে যাত্রী হয়।

ভালোবাসার বিশ্ব রেকর্ড 
    নিজে ঘরেই মিশ্র লয়, 
এসব কথা বুঝে তখন   
    মুখ লুকিয়ে গুনতে হয়।            
            
437 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 05 জুলাই 2021 01:45
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক phtJCSlT শনিবার, 22 জুলাই 2023 21:26 লিখেছেন phtJCSlT

    The current users n 41, past users n 31, and healthy non user controls n 21 were well matched for age, marital status 33 single, sexual orientation 92 heterosexual, 6 levitra fr We encourage the submission of labeling supplements for these drug products

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.