সোমবার, 05 জুলাই 2021 17:31

ঘুমা স্বার্থপর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                নিস না এখন খবর ? 
যেদিন আমার খবর নিবি দ্যাখতে পাবি কবর। 
এতো পাষাণ ক্যামনে হলি
তোর বিরহে যাচ্ছি জ্বলি
বিঁধলো কাটা গলে;
ছাঁই হয়ে আজ উড়ছি তোরই ব্যথার দাবানলে। 

ভুল ছিলো না তোর
দু'চোখ মেলেই দ্যাখি এখন দিনের আলোয় ঘোর।
যখনতখন অবহেলা
আমার এখন যাচ্ছে বেলা
অন্ধকারে হাঁটি ;
চাঁদ দ্যাখিনা ভুল করেও ভালোবাসি মাটি। 

ভুল করা নয় হার
ভুলের মাসুল যে জনা দ্যায় সেইতো ঈমানদার। 
ক্ষমা করতে কয়জন জানে
তোর আর আমার মধ্যখানে
চোরাবালি চর ;
এবার আমার সময় হইছে নিচ্ছি অবসর । 

জীবন দরশণে
এবার আমি ঠিক হারাবো চলছি গহীন বনে। 
ফিরবো না আর তোরই বাড়ি
তোর আর আমার মধ্যে দাঁড়ি
দিলাম তবে,  সর্  ..!!
হাহাহা... তুই ভাবিসটা কি?  ঘুমা স্বার্থপর !            
            
423 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিনহা মাস্ঊদ

আবিনহা মাস্ঊদ ১৯৮৫ সালের ২৪ জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আঠারো বাঁক গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর বাবা মরহুম আলী হায়দার মিয়াজী এলাকায় স্বনামধন্য ব্যক্তিত্ব ও সমাজসেবক ছিলেন। মাতা আফিয়া বেগম একজন আদর্শ গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি লেখালেখি করতেন। তাঁর প্রথম উপন্যাস "স্বপ্নময় জীবন" ২০০০ সালে প্রকাশিত হয়। দীর্ঘ ২০ বছর পর ২০২১ সালের বইমেলা উপলক্ষে তাঁর দ্বিতীয় গ্রন্থ সায়েন্স ফিকশন নির্ভর উপন্যাস "ফেলু মফিজ" প্রকাশিত হয়। তিনি ছড়া, কবিতা, গান, গল্প, সায়েন্স ফিকশন, প্রবন্ধ ও উপন্যাসসহ সাহিত্যের সকল শাখায় চর্চা করে যাচ্ছেন। মূলতঃ তিনি একজন ছান্দসিক কবি । তাঁর লেখা কাব্যগ্রন্থ (১) তারছেঁড়া (২) দিশেহারা (৩) অস্থিরতা (৪) ত্রিকাল। ছড়াগ্রন্থ "শান্তি চুক্তি" উপন্যাস (১) স্বপ্নময় জীবন (২) ফেলু মফিজ। খুব শীঘ্রই তাঁর সায়েন্স ফিকশন নির্ভর উপন্যাস "হাবলুর কারবার" প্রকাশ হতে যাচ্ছে। এছাড়া তাঁর কাব্যগ্রন্থ "সপি শারমিন" ও "ছায়ানীল" আসছে শারমিন প্রকাশন থেকে। তাঁর লেখায় দেশপ্রেম, সামাজিক অবক্ষয়, অন্যায়ের প্রতিবাদ, নাস্তিক্যবাদের বিরুদ্ধাচারণ, মানবিকতা, মানবজীবনের মোহ, মায়া, প্রেম বিরহসহ অনেক কিছুই ফুটে উঠে দর্পণে ছবির মতো। তিনি তাইসান,তাশিন ও তাইরানের বাবা।

আবিনহা মাস্ঊদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.