শনিবার, 10 জুলাই 2021 12:39

জীবন হোক ফুলের মতো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জীবন হোক ফুলের মতো

জীবন তোমার আজি হতে
     ফুলের মতো হোক, 
হৃদয় সুবাস দাও ছড়িয়ে 
     আসবে কতো লোক।

ভালোবেসে সকল জীবন
      আপন করে নাও, 
শিক্ষা নিয়ে প্রেমের বাণী
     বিলাই দিয়ে যাও। 

হৃদয় তাপে ভালোবেসে 
      ফোটাও হরেক ফুল,
অহংকারে অধীর হয়ে
      করবে নাকো ভুল। 

জীবন গাঙে উঠতে পারে
      খুব যে বড়ো ঢেউ, 
বিপদ কালে থাকবে নাতো
      কাছে তোমার কেউ। 

মনটা করবে বড় শক্ত
     করবে নাকো ভয়, 
ধৈর্য্য ধরো সকল কাজে
     হবে তোমার জয়।            
            
351 বার পড়া হয়েছে
শেয়ার করুন
তারাপদ মাঝী

কবি তারাপদ মাঝী ইং ১৯৭০ সালের ২২ জুলাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী গ্রামের সম্ভ্রান্ত 'মাঝী' বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হেমনাথ মাঝী এবং মাতার নাম শ্রীমতি গান্ধারী রাণী মাঝী। আট ভাইবোনের মধ্যে তিনি পিতামাতার সপ্তম সন্তান। বাল্যকাল থেকেই তিনি ছিলেন খুব মেধাবী ও প্রখর বুদ্ধিদীপ্ত। নবম শ্রেণীর ছাত্রাবস্থায় তিনি খুলনাতে চলে আসেন উচ্চতর শিক্ষার আশায়। তিনি খুলনার রংপুর কালি বাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করার পর খুলনার বি, এল, কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বাংলা অনার্স পাস করে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং সর্বশেষে খুলনার টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি,এড ডিগ্রি অর্জন করে শিক্ষকতা পেশায় যোগদান করেন। জীবনের বহু চরাই-উৎরাই পার হয়ে তিনি বর্তমান পিরোজপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গাজীপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সহকারী অধ্যাপক (বাংলা) পদে কর্মরত আছেন। তিনি একজন প্রসিদ্ধ হোমিওপ্যাথি ডাক্তার। পিরোজপুরের পাড়ের হাট বাজারে তাঁর নিজস্ব হোমিও চেম্বার রয়েছে। বাল্যকাল থেকেই তিনি নাট্য প্রেমী ও সাহিত্য অনুরাগী। বাল্যকালেই তিনি বাংলাসাহিত্যের জাত মহাকাব্য "রামায়ণ" ও "মহাভারত" আত্মস্থ করেন। মূলতঃ নাটক লেখা দিয়ে তাঁর সাহিত্য চর্চা শুরু হয়েছে। তাঁর হাতে লেখা সামাজিক নাটক "বন্ধন" এবং ধর্মীয় নাটক "আদ্যাশক্তি মহামায়া" মঞ্চস্থ হলে তিনি সকলের প্রশংসা লাভ করেন। বর্তমান করোনাকালীন সময়ে তিনি কবিতা নিয়ে গবেষণা করছেন। যদিও তিনি ছন্দে লিখতে পছন্দ করেন তার পরে ও বাংলা কবিতার বিভিন্ন ফরমেটে তিনি সমান দক্ষতার সাথে কবিতা লিখে যাচ্ছেন। তাঁর কোনো কবিতার বই প্রকাশিত না হলেও বিভিন্ন অনলাইন পত্রিকায় ও বিভিন্ন গ্রুপে তাঁর দুই হাজারের অধিক কবিতা প্রকাশিত হয়েছে। আগামী ২০২২ ইং সালে তাঁর চারটি কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে। দুই কন্যা ও স্ত্রীসহ বর্তমান তিনি পিরোজপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.