বুধবার, 04 আগষ্ট 2021 11:13

দেশেকে ভাবি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                দেশেকে ভাবি

পুকুর পাড়ে খোলা আকাশ
          এঁকে দেখি! 
ঝিলের ধারে কুড়াল দিয়ে 
          কাব্য লেখি। 

সংবিধানের পাতা ছিঁড়ে 
          খাচ্ছে কারা, 
বাংলাদেশের বুকের উপর 
          একটু দাঁড়া। 

কাব্য লিখে মনের ভুলে 
          বলছি কথা, 
বাংলাদেশটা খাচ্ছে গিলে
          কেমন প্রথা! 

সবাই মিলে আঁখি খুলে 
          দেশটা দেখো!
বুকের উপর পাথর চেপে
          কাব্য লেখো! 

বাংলাদেশের মানচিত্রটা 
          খাচ্ছে গিলে, 
টুটি চেপে ধরবে একদিন 
          সবাই মিলে। 

ওরে তোরা বোকা ছেলে 
          কোথা গেলি! 
দেশটাকে আজ রক্ষা করো
          চালা চেলি। 

ছন্নছাড়া মানুষগুলো 
          মরে থাকে, 
তাঁদেরকে তুই ফেলে দে রে
          নদীর বাঁকে! 

সবাই ভাবে আমি নাকি 
          পাগল ছেলে, 
দেখবি তোরা পাগলা ঘোড়া 
          আঁখি মেলে।

বাংলাদেশে রাজাকারের 
          রাজা যারা, 
সুযোগ বুঝে পথের মাঝে 
          আছে খাঁড়া। 

অন্য কারো কথা আমি 
          বলতে চাই না, 
দুখের সময় বলবো কথা
          কাছে পাই না। 

চলুন সবাই দেশকে নিয়ে 
          একটু ভাবি, 
শেখ হাসিনা উন্নয়নের 
          রাখেন দাবি। 

শেখ হাসিনার কাছে আমার  
          সহজ দাবি, 
অবমুক্ত জমির গ্যাজেট 
          দেখুন ভাবি।            
            
377 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক oMpwkpRS মঙ্গলবার, 01 আগষ্ট 2023 20:39 লিখেছেন oMpwkpRS

    Resultados Se identificaron veintitrГ©s fГЎrmacos, de ellos, clorambucilo, fludarabina, lenalidomida, melfalan y talidomida son principios activos con menor probabilidad de ocasionar una interacciГіn farmacolГіgica propecia hair growth cialis maxalto stoel And, according to the court s electronic docket, Syncora hired Kirkland Ellis, known for its corporatebankruptcy work, while Assured Guaranty retained Winston Strawn, and National Public Finance Guarantee Corp hiredSidley Austin

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.