এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 24 আগষ্ট 2021 02:07

মনের আল্পনায় আঁকে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মনের আল্পনায় আঁকে

সোন্টু! মনের আল্পনায় আঁকে 
                         এক নীল আকাশ,
অবুঝের হৃদয়ে বয়ে 
          ভালোলাগার হিমেল বাতাস।

প্রথম দেখায় কল্পনায় হৃদয়ে 
                         এঁকেছে ছবি তার,
তার সঙ্গে; তাহার সঙ্গে প্রাণ খুলে হেসেছে
                        কথা বলেছে বারবার...
ভোজন বিলাসী অবুঝের 
                      মনে ছিলো না আর
আস্ত একটা রাত ভুলেই ছিল আহার! 

প্রথম দেখাতেই মেয়েটি ডেকেছে 
                     আপনি থেকে তুমি, 
মিষ্টি তুমি ডাকে... অবুঝের 
                কেঁপেছিল বুকের জমি।

সোন্টুর কল্পনায় ভাসে 
                   নিষ্পাপ কোমল সজীব মুখ,
বুকের মাঝে বারেবারে বয়ে যায় 
                         ঝড় সুখ আর সুখ।

প্রথম দেখায় পেয়েছে 
                    যেন প্রেয়সী এক অপরূপ,
বারে বারে তার কথা; 
                    তাহার কথা বলে সে খুব...
হৃদয় যে তাহারে চায়
                    তার তৃষ্ণায় হয়ে যান চুপ।

এখন তার কল্পনায় শুধু 
                     নীল শাড়ীতে সেই চাঁদমুখ,
ভালোবাসার আকুল আকাঙ্খায় 
                                  তৃষার্তা তার বুক।

২৪/০৭/২০২১
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
305 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:31
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

1 মন্তব্য