এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 24 আগষ্ট 2021 19:32

একদিন ফুরিয়ে যাবে বেলা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                একদিন ফুরিয়ে যাবে বেলা  অবশেষে,
জীবন থেকে হারিয়ে গেল আরও কিছুক্ষণ, 
আল্লাহর রহমত আর ভরসা রেখেছি আমার বিশ্বাসে।

মিছেমিছি খেলেছি কত খেলা
অলসতায় কেটেছে বেলা,
বন্ধু বান্ধবের তরে ছিল অফুরান সময়।
হিসেবের কাঠগড়ায় দাঁড়ানোর ছিল না ভয়,
আজ কেন মনে হয় বৃথা এ হাঙ্গামা;
আর নয়,আর নয়!

চেতনে,অবচেতনে তাই
স্বপনচারিনী হই,
পৃথিবীর সীমারেখা পেরিয়ে জীবনের আয়ুরেখা গুনি।
ফুরিয়ে গেলে বেলা, ফুরাবে এ জীবন
ওপারে অপেক্ষায় --
 নতুন জীবন।            
            
448 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:37
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

1 মন্তব্য