এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 26 আগষ্ট 2021 00:40

বুকের ভেতরে ভয় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বুকের ভেতরে ভয়


দেখা কি হবে সখী? সখী! দেখা কিই আর হয়?
রঙিন পাখায় উড়ছোই ভীষণ সাগরে পাহাড়ে...
আছো কি আমারও তুমি? বুকের ভেতরে ভয়! 
লাল-নীল-সবুজে সাজাও নিজেকেই আহারে... 

কী বিষাদ মাখিয়ে আমি আছি কাজিয়ার চর! 
আমি কি তোমার সখা? মনে জাগে কি সংশয়... 
কেবলি মনে হয় সখীরে ঘর আমার খেলাঘর! 
না দেখিয়া তোমারে কাঙাল অবুঝের বুকে ভয়... 

ও সখী! দেখা কি আর হবে, দূরে দূরে কী রবে..
কাশবনে বসে থাকি একা সখীরে আসবে কবে! 
আমি ভালো থাকি না সখী গো, শেষ তবে সবে...
রুপা ভাসানো জোছনার আলো আর কী রবে? 

সখী আর কতো? আর কতো দেখাবে তুমি ভয়
অনেক হয়েছে... মুক্তো বিহঙ্গী! আর দেরি নয়,
তোমাকে ছাড়া আমার জীবন ছন্দহীন গদ্যময়
ফের শরতের কাশফুলে এসে হৃদয় করো জয়। 

২৫/০৮/২০২১
সময়ঃ রাত ১১.৫৫
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
386 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:51
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা