এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 26 আগষ্ট 2021 00:50

থেমে যাবে সব নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                থেমে যাবে সব


কালের বিবর্তনে সব কিছুই কি হারিয়ে যাবে?
মুছে যাবে আমাদের অস্তিত্ব; মুছে যাবে জীবনের চিহ্ন 
ম্লান হয়ে যাবে আকাঙ্খা, ম্লান হবে বিশ্বাস। 

বাপদাদার বসতভিটা ব্রহ্মপুত্র নদের গর্ভে-
বিলীন হবার মতোই... বিলীন হবে কি স্বপ্ন? 
থেমে যাবে সব... থেমে যাবে প্রেমের মহা উচ্ছ্বাস! 

থাকবে না আর সেই আমাদের দাম্ভিকতা...
কোন পৈতৃক আকাশ পাতাল ক্ষমতা, 
নেমে আসছে আঁধার সাগর শূন্যতা। 

ঘুচবে সব সম্পর্ক, থেমে যাবে উগ্রবাদী মমতা, 
ফুরিয়ে যাবে নদ-নদীর মধূর কলতান 
থেমে যাওয়া পাবে ষোল-আনা পূর্ণতা। 

পুড়ে যাবে তোমায় ছুঁয়ে দেবার তৃষ্ণার্ত ইচ্ছে আমার, 
শুকিয়ে যাবে তোমার কোমল মায়াবী আকুতি,
থেমে যাবে তুমি! থেমে যাবে হৃদয় তোমার। 

পৃথিবী হারাবে যুদ্ধ যুদ্ধ তুমুল প্রতিযোগিতা 
যান্ত্রিক সব যবরদস্ত অফুরান সম্মান... 
আহা দারিদ্র্যের চরম বাস্তবতা ফুরাবে আমার!

হারিয়ে যাবে চির সবুজ রঙ, আকাশ হারাবে নীল
থেমে যাবে কলম, লিখনির নিঃশ্বাস... 
থেমে যাবো আমি, তোমার সাথে কি যে অনন্ত মিল! 

থেমে যাবার দিনে কাঁদবে না কেউ... 
ফুরিয়ে যাওয়া সময় হাসবে না কেউ... 
কেবলই প্রকৃতির প্রতিশোধে আলো-আঁধারি ঝিলমিল। 

১১/০৭/২০২১
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
316 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:52
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা