এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 26 আগষ্ট 2021 00:52

কোথায় গেলেন? নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কোথায় গেলেন?


কোথায় গেলেন? 
কোথায় গিয়েছেন? 

আমি আর কোথায় যেতে পারি পারু...
আমার কোথায় যাবার পথ 
খোলা আছে! 
এক ফোঁটা স্বস্তির লাগি 
ছুটি দিক্বিদিক  
এক চিমটি সুখে জন্য 
এক চুমুক তৃষ্ণার আশায়
চন্দ্রমুখীর ঘরে... 

পার্বতী তোমার 
আজ দূরদেশে... 
তুমি কোথায় হারিয়ে যাও দেবদাস? 

এক চুমুক বিষের  আশায় 
চন্দ্রমুখীর কোলে... 

আমি তোমার চন্দ্রমুখী গো, তুমি কি ভাবছো...
নিশ্চয়ই ঐ শয়তানি পার্বতীর কথা! 
ওমন করে বলো না চন্দ্রমুখী 
আমি মরে যাবো...
আমায় এক ফোঁটা বিষ দেবে গো
আমি নীল হবো। 

কোথায় গেলেন বাবু 
কোথায় গিয়েছেন.... 

আহা... রাস্তার ধারে পরে আছে 
অশ্রুসিক্ত লাশ...
এ যুগের দেবদাস। 

০৪/০৭/২০২১
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
325 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:52
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা