এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 16 মার্চ 2015 23:10

ক্ষমা করো আমায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমি কবিতা লিখি কবি হয়ার জন্যে নহে
খুঁজতে জীবনের কিছু মানে,
আমি কবিতা লিখি তায় বলে কি আমি কবি?
না তা নহে , আমি খুঁজতে চাই সমাজের মানব দল,    
যারা পড়ে আছে রাস্তায় আবাগার মত
খুঁজে পাচ্ছেনা বাঁচার কোন মানে।

আমি কবিতা লিখি কবির জন্য নহে,
লিখি যারা অসহায়, যারা পড়ে আছে রাস্তায়
একটু মাথা লুকাবে তাও পায়না কোন খানে থায়।  
আমি তাদের খুঁজি! যারা পড়ে আছে এখানে সেখানে  
যাদের অসুখে লাগেনা কোন চিকিৎসা,
লাগেনা কোন ভিটামিন, তাদের,
হা আমি তাদের কবিতা লিখি। 

আমি কবিতা লিখি দেখাতে ঐ লোকদের
যারা বুঝে অসহায় কি?
কান্নায় যাদের অশ্রু ভাসে,
হা আমি তাদের জানাতে লিখি।
যারা দিতে পারে একটু মাথা লুকাবার থাই,
যাদের আছে অনেক একটু দিলে কমতি নাই, 
তাঁদের জন্য লিখি, লিখিনা কবি হওয়ার জন্যে।
871 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 17 মার্চ 2015 22:15
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা