বৃহষ্পতিবার, 26 আগষ্ট 2021 18:19

সাংবাদিক নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সাংবাদিক

ঘরে ঘরে সাংবাদিক আজ 
হলুদ মার্কা সাংবাদিক, 
উল্টাপাল্টা সংবাদ সাজায়
জ্ঞান হারিয়ে দিগ্বিদিক। 

টাকার জন্য সবই পারে 
সত্য পথে ক'জন পাই, 
ভালো কর্মী চেনা মুশকিল 
এ ছাড়া আর উপায় নাই। 

নবম শ্রেণি পাশ করে ভাই 
হচ্ছে মহান সাংবাদিক, 
কাজলা নোটে আঁজলা দেখে
ফিরে চায় না পিছন দিক।

সত্য মিথ্যা সংবাদ করে 
অর্থের পিছে মারছে টান,
মহৎ পেশায় বাঁশ ঢুকিয়ে 
কুড়িয়ে নেয় অপমান। 

কপি করা সাংবাদিকের 
এই সমাজে অভাব নাই, 
টাকা খেয়ে মিথ্যা সংবাদ 
প্রচার করার দরকার নাই। 

সত্য সংবাদ প্রচার করতে 
সেখানেও টাকা চায়, 
সমাজ সংসার নষ্ট হচ্ছে 
বেমালুম সে ভুলে যায়।

সাংবাদিক যে মহৎ পেশা 
বজায় রাখলে সেবার মান, 
ন্যায়ের ঝাণ্ডা উড়বে ভবে  
সবাই পাবে সমাধান।            
            
410 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « আসবে কি এমন দিন অভাব »

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক jlJymfAU সোমবার, 03 জুলাই 2023 18:32 লিখেছেন jlJymfAU

    In some cases, doctors use a protocol that includes a drug like metformin to mitigate side effects propecia ireland

  • মন্তব্যের লিঙ্ক Liamtesse মঙ্গলবার, 06 জুন 2023 16:30 লিখেছেন Liamtesse

    6 of participants receiving Tamoxifen Orion tamoxifen citrate and placebo therapy, respectively withdrew for non medical reasons priligy price The method and the method of breaking

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.